ভুল চিকিৎসায় মৃত আয়ানের পরিবার বিচার পাননি ৫ মাসেও

মীর ইফতেখারুল হাসান

মে ২৯, ২০২৪, ০৫:৫৪ পিএম

ভুল চিকিৎসায় মৃত আয়ানের পরিবার বিচার পাননি ৫ মাসেও

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

গত বছরের ৩১শে ডিসেম্বর ইউনাইটেড মেডিকেল হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আয়ান। ভুল চিকিৎসায় শিশু আয়াননের মৃত্যুতে এখনও বিচারের অপেক্ষায় আয়ানের পরিবার। বাড্ডা থানা থেকে বেশ কয়েকবার চাহিদাপত্র চাওয়ার পরও নিশ্চুপ স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৯ মে) শিশু আয়ান হত্যার বিচার ও অভিযুক্ত চিকিৎসকদের গ্রেপ্তারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আয়ানের পরিবার।

আয়ানের বাবা শামীম আহমেদ জানান, ছেলের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার পর গত ৯ জানুয়ারি ইউনাইটেড গ্রুপের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, ২ ডাক্তারসহ ৮ জনকে অভিযুক্ত করে বাড্ডা থানায় মামলা করেন তিনি। ৫ মাস পরও আয়ানের মৃত্যুর সঠিক কারণ জানিয়ে চাহিদাপত্র প্রদান করেনি স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে থানায়ও মামলার কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন আয়ানের বাবা।

শামীম আহমেদ বলেন, “আয়ানের মৃত্যু ভুল চিকিৎসা হয়েছিল কিনা, কর্তৃপক্ষের অবহেলা কতটা এবং ডাক্তারদের চিকিৎসা প্রদানে অনুমোদন ছিল কিনা উক্ত ৪টি বিষয় জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিকট চাহিদাপত্র দিয়েছি। তবে বার বার তাগাদা দেওয়া হলেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।”

আয়ানের বাবা আরও জানান, মেডিকেল চেকআপের পরই ডাক্তাররা তার ছেলেকে সুন্নতে খতনা করানোর পরামর্শ দিয়েছিলেন। মেডিকেল স্টুডেন্টদের ক্লাসে আয়ানের খতনা করানো হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ভুল ওষুধ ও চেতনানাশক প্রয়োগের ফলে তার ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ আয়ানের বাবার।

এছাড়া ইউনাইটেড হাসপাতালের জিএম বশীর আহমেদসহ বেশ কয়েকজন ভাড়াটিয়া গুন্ডা তার পরিবারকে হুমকি দেন বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তর আয়ানের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা আয়ানের পরিবারের। 

Link copied!