ভারতে ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে নিহত ১১৬

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২, ২০২৪, ০৭:৪২ পিএম

ভারতে ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে নিহত ১১৬

ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের উত্তরপ্রদেশের হাথরস শহরে ধর্মীয় এক সমাবেশে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের সংখ্যা ১১৬ জনে উপনীত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় একটি সরকারি হাসপাতালের চিকিৎসকরা আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে হাথরস শহরে শিবের পূজা উপলক্ষে জড়ো হয়েছিলেন পূণ্যার্থীরা। এদিকে ভিন্ন একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হাথরসের মুঘলগড়ী গ্রামে ধর্মীয় আয়োজন চলাকালীন এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, স্থানীয় একজন ধর্মগুরুর সম্মানে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে যখন মানুষ বের হয়ে যাচ্ছিলেন তখন পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটে।

পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ জানান, হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

আলিগড়ের আইজি জানান, সঠিক কারণ এখনও জানা যায়নি। যারা বেঁচে আছেন, প্রত্যক্ষদর্শী হিসেবে তাদের কাছ থেকে পুরো ঘটনা জানা হচ্ছে। অবশ্যই এটা আমরা খতিয়ে দেখবো।

এদিকে ঘটনা তদন্তে একটি কমিটি তৈরি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া সামাজিক প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ ও উদ্ধার তৎপরতা চালাতে এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এ ঘটনায় শোক এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

Link copied!