বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২৩, ০৩:৫৯ পিএম

বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত: রিজভী

সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রতিবেশী দেশের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। ভারত সরকার ও তাদের দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের উচিত বাংলাদেশের জনগণ যা চায় সেটিকে সমর্থন দেওয়া।’

রবিবার (২৬ নভেম্বর) ঢাকার বনানী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সপ্তম দফায় অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ সকালে রাজধানীর বনানী এলাকায় বিএনপি নেতা-কর্মীদের একটি মিছিলের নেতৃত্ব দেন রুহুল কবির এবং সেখানে সমাবেশে তিনি বক্তব্য দেন। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা মূলত সমালোচনা করেন বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থানের।

এই মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ যুব বিষয়ক সম্পাদক  মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্য বিষয়ক  সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র  ভাইস প্রেসিডেন্টসহ অনেকে।

Link copied!