অনুমতি না দিয়ে জন্ম দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৪, ০৪:০৩ পিএম

অনুমতি না দিয়ে জন্ম দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

অনুমতি না নিয়ে জন্ম দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করেছেন এক টিকটকার। ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, টিকটকার কাস থিয়াজ নিজের টিকটক অ্যাকাউন্টের বায়োতে লিখে রেখেছেন স্যাটায়ার। একটি ভিডিওতে মজা করে তাকে বলতে শোনা যায়, “আমাকে জন্ম দেওয়ার আগে তারা (মা-বাবা) আমার সঙ্গে যোগাযোগের কোনোরকম চেষ্টাই করেননি।”

থিয়াজের নিজেরও একটি সন্তান রয়েছে। এরপরেও কীভাবে মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন তা নিয়ে আরেকটি ভিডিওতে ব্যাখ্যাও করেছেন তিনি।

থিয়াজ জানান, তিনি তার সন্তানকে দত্তক নিয়েছেন। আর এ জন্য জন্মের আগে তিনি তার সন্তানের অনুমতি নিতে পারেননি।

মার্কিন এই টিকটকার বলেন, “আমার মা-বাবার বিরুদ্ধে আমি মামলা করেছি। তারা আমাকে জন্ম দিয়েছেন ও সেই কারণেই আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি, কারণ আমি এখানে থাকতে রাজি নই। আমি জানতাম না যে আমাকে বড় হতে হবে এবং নিজের চলার জন্য একটি চাকরি করতে হবে।”

এদিকে থিয়াজের অ্যাকাউন্টটি স্যাটায়ার না দেখেই অনেকে তার পোস্ট নিয়ে সমালোচনা করেছেন। টিকটকে এক ব্যবহারকারী লেখেন, “এটা কি প্রকৃতই?”

আরেকজন ব্যবহারকারী লেখেন, “এখন তারা ছেলেমেয়েদের তাদের মা-বাবার বিরুদ্ধে অর্থের জন্য মামলা করতে শেখাচ্ছে যাতে তাদের বড় হয়ে কাজ করতে না হয়।”

সূত্র: এনডিটিভি

Link copied!