নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা এখনই বলা যাবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২৩, ০৬:০৭ পিএম

নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা এখনই বলা যাবে না: সিইসি

বুধবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটা এই মুহূর্তে বলা যাবে না। তবে আমরা এবং প্রার্থীরা সকলে মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য চেষ্টা করছি।

বুধবার দুপুরে রাজশাহীতে জেলার ছয়টি আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা প্রার্থী তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে। তারা কিছু কিছু সমস্যার কথা বলেছেন, তারা অত্যন্ত আন্তরিক। আমরা তাদের কথা শুনেছি, কমিশন শুনেছে। স্থানীয় প্রশাসন শুনেছে। সেই সমস্যাগুলো যদি সত্যি হয় তাহলে সেগুলো কীভাবে নিরসন করা যায় সেই গাইডলাইন আমরা দিয়েছি।  

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা আশ্বাস রাখুন সকলের প্রয়াসে নির্বাচন সফল হবে এই আশাবাদ ব্যক্ত করছি।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান প্রমুখ। সভায় রাজশাহীর ৬টি আসনের ৩৯ প্রার্থীকে চিঠি দেওয়া হলেও সবাই অংশ নেননি।

Link copied!