ছাত্রদলের হাতে অস্ত্র দিয়েছিলেন খালেদা জিয়া, ছাত্রলীগকে দিয়েছিলাম খাতা-কলম: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২, ২০২৩, ১২:৪০ এএম

ছাত্রদলের হাতে অস্ত্র দিয়েছিলেন খালেদা জিয়া, ছাত্রলীগকে দিয়েছিলাম খাতা-কলম: প্রধানমন্ত্রী

ছবি: পিআইডি

দেশের প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রলীগের নাম জড়িত জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের যেকোনো দুর্যোগে-দুর্বিপাকে ভূমিকা পালন করে ছাত্রলীগ, মানুষের মুক্তির জন্যই এই ছাত্রলীগের প্রতিষ্ঠা। ছাত্রলীগ কখনোই পিছপা হয়নি। এমনকি পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর ছাত্রলীগই প্রথম প্রতিবাদ করে। ১-১১ এর সময়ও আপোস করেনি। জরুরি অবস্থা জারি হয়েছিল, তা-ও তারা এগিয়ে এসেছিল।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে এ কথা বলেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়ে বলেছিলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে ছাত্রদলই যথেষ্ট। অস্ত্র নয়, ছাত্রলীগের হাতে খাতা-কলম তুলে দিয়েছিলাম। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ না হলে কোনো আদর্শ বাস্তবায়ন করা যায় না। এরা মানুষের কল্যাণে কাজ করতে পারে না। অশিক্ষিত- মূর্খদের হাতে দেশ এগোতে পারে না। এদিকে ছাত্রলীগ মানুষে বিপদে পাশে দাঁড়ায়। আমি বলেছি, কৃষকদের পাশে দাঁড়াতে, সবাই চলে গেছে মাঠে। গিয়ে কৃষকের ধান কেটে দিয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যে ছাত্রসংগঠন তৈরি তাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে মন্তব্য করে ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাঙালিরা। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র হাতে যুদ্ধে নামেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাই হয়েছিল মুক্তিকামী মানুষের মুক্তির জন্য।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে ছাত্রলীগের সোহরাওয়ার্দীর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে এ সময় তাঁকে স্বাগত জানান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা।

শেখ হাসিনা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এ সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। 

Link copied!