নওগাঁয় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৪, ১০:৩৯ পিএম

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত

নওগাঁর মান্দায় সিএনজি অটোরিকশাকে একটি ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় ঈদে বাড়ি যাওয়ার পথে মা ও মেয়ের নিহতের ঘটনা ঘটে। ‍দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ‘নিহত রেশমা ও শিশুর বাবা ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে তারা গ্রামের বাড়ি নওগাঁর পত্নীতলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।’

দুর্ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সূত্র জানায়, রাজশাহীগামী একটি পিকআপের সঙ্গে (ছোট ট্রাক) অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ মাস বয়সের শিশুর মৃত্যু হয়।

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন নওগাঁর পত্নীতলার চকগোছাই গ্রামের ফিরোজ হোসেন (৩৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩০) ও মেয়ে ফারিয়া (৮)। তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত নয়টার দিকে আহত রেশমা খাতুনের মৃত্যু হয়।

Link copied!