কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবক-শিক্ষকদের সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৮, ২০২৪, ০৪:১২ পিএম

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবক-শিক্ষকদের সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতীকী ছবি

দেশে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবক-শিক্ষকদের সম্পৃক্ত করে তাদের সংশোধনের পরিবেশ তৈরি করতে হবে।

সোমবার (৮ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর এই নির্দেশের বিষয়টি তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘পারিবারিক যত্ন ও মনোযোগে ঘাটতি এবং এর পাশাপাশি এ বিষয়ে অপর্যাপ্ত জ্ঞানের জন্য বিগত বছরে নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর-কিশোরীরা। বিশেষজ্ঞরা বরাবরের মতোই উদ্বেগ প্রকাশ করলেও এই নিয়ে পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে তেমন পদক্ষেপ দেখা যায় না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কিশোর অপরাধীরা যেন দাগী অপরাধীদের সংস্পর্শে আসতে না পারে, সেজন্য পৃথক সংশোধনাগার তৈরি করগে হবে।’

Link copied!