নরেন্দ্র মোদির বিশেষ অতিথি শেখ হাসিনা; আপ্যায়িত হবেন বিশেষভাবেই

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৩, ১০:১০ পিএম

নরেন্দ্র মোদির বিশেষ অতিথি শেখ হাসিনা; আপ্যায়িত হবেন বিশেষভাবেই

সংগৃহীত ছবি

৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন। জি২০-এর সদস্য না হলেও অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে যোগ দিতে আগামীকাল ৮ সেপ্টেম্বর নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের সরকারপ্রধান শেখ হাসিনা।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই এই সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত, যা দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত বলেই মনে করছে কূটনৈতিক মহল।

বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়নও করা হবে বিশেষভাবে। সাধারণত ভারতে রাষ্ট্রীয় কোনো অতিথি এলে দেশটির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউজ অথবা সাউথ ব্লকে আপ্যায়ন করা হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করানো হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে বা পঞ্চবটীতে।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক ৮ সেপ্টেম্বর

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার-এর প্রতিবেদনে বলা হয়, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে।

এই অবস্থানের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে অভিন্ন নদী তিস্তার পানি ভাগাভাগির চুক্তি সই এবং দুই দেশের আন্তযোগাযোগের বিভিন্ন দিক এবং দ্বিপক্ষীয় অন্য বিষয়গুলো অগ্রাধিকার পাবে।

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক ৮ সেপ্টেম্বর

এর আগে এই আমন্ত্রণের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ঢাকা-দিল্লি সম্পর্কের ‍‍`সোনালি অধ্যায়ে‍‍` আরও একটি মাত্রা যুক্ত করবে।

নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ২৫টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান পর্যায়ের প্রতিনিধিরা। তাঁদের সামনে ‘গ্লোবাল সাউথের’ পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের নয়াদিল্লি সফর শেষে রবিবার (১০ই সেপ্টেম্বর) ঢাকায় ফিরবেন তিনি।

Link copied!