জেল হত্যা দিবস: ঢাবিতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৩, ০৯:২৮ পিএম

জেল হত্যা দিবস: ঢাবিতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

মহান চার নেতার স্মৃতির প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ-এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। পনের আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। মহান এই চার নেতার স্মৃতির প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ-এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

স্বাধীন বাংলাদেশ গড়ার নেপথ্যের এই মহান নেতাদের স্মৃতির সম্মানার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ টিএসসির সঞ্জীব চত্ত্বরে সন্ধ্যা ৭টায় চার নেতার ছবিসহ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এতে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মাননীয় মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরীসহ আরও অনেকে।

 

Link copied!