শিশুসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ১২ মিনিটের ঝড়ে ২০ গ্রাম লণ্ডভণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২৪, ১০:৪৮ এএম

ঠাকুরগাঁওয়ে ১২ মিনিটের ঝড়ে ২০ গ্রাম লণ্ডভণ্ড

ছবি: সংগৃহীত

মাত্র ১২ মিনিটের কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২০টি গ্রাম। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে হওয়া এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। ঝড়ে শিশুসহ দুজন নারী প্রাণ হারান।

নিহত দুই নারী হলেন- বালিয়াডাঙ্গীর শালডাঙ্গা গ্রামের ফরিদা বেগম (৪০) ও জাহেদা বেগম (৫০)। এছাড়া একই উপজেলার লালাপুর নয়াপাড়া গ্রামের নাজমুল ইসলামের আড়াই বছরের ছেলে নাঈয়ুমের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি সড়কে গাছ পড়ে যোগাযোগ ব্যাহত হয়েছে। বিচ্ছিন্ন হয়েছে ওই এলাকার বিদ্যুৎ সংযোগও। ঝড়ের কবলে পড়ে নিহত হয়েছেন দুজন নারী। এছাড়া বাড়ির উঠানে জমে থাকা পানিতে ডুবে প্রাণ হারিয়েছে আড়াই বছরের এক শিশু।

Link copied!