বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল লঞ্চ করলো বাজাজ। লঞ্চ হওয়া এই নতুন বাইকটির নাম রাখা হয়েছে ফ্রিডম ১২৫।
ভারতের বাজারে বাইকটির দাম ঘোষণা করা হয়েছে ৯৫ হাজার রুপি। বাইকের সিটের নীচে রয়েছে সিএনজি সিলিন্ডার। এতে ফুয়েল ট্যাংকও পাওয়া যাবে।
১২৫ সিসির বাইকটি ফিচারে ঠাসা। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের বাইকটি পেট্রল এবং সিএনজি দুই জ্বালানিতেই চালানো যাবে। বাইকটি সর্বোচ্চ ৯ দশমিক ৫ হর্সপাওয়ার এবং ৯ দশমিক ৭ নিউটনমিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম।
বাইকটিতে রয়েছে এলইডি লাইটিং, রিভার্স এলইডি ফিচার, ডিজিটাল মিটার ও ব্লুটুথ কানেক্টিভিটি। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকটির ডিস্ক ও ড্রাম দুই ধরনের প্যাকেজই রাখা হয়েছে। মোটরসাইকেলের সিটের উচ্চতা ৭৮৫ মিলিমিটার।
বাজাজ বলছে, ফ্রিডম ১২৫ মোটরসাইকেলটি প্রতি লিটার সিএনজিতে ২১৩ কিলোমিটার মাইলেজ দেবে। এতে যে সিএনজি ট্যাংক রয়েছে তার ক্যাপাসিটি ২ কেজি।
এ ছাড়া পেট্রল ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ২ লিটার। সিএনজি ও পেট্রল মিলিয়ে ৩৩০ কিলোমিটার মাইলেজ দেবে বাজাজ ফ্রিডম।
বাইকটিতে রয়েছে একটি সুইচ বাটন, যা দিয়ে পেট্রল থেকে সিএনজি কিংবা সিএনজি থেকে পেট্রোল সিস্টেমে আনা যাবে বাইকটিকে।