তাসকিন ও শরিফুলের দু রকম শুরু

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৪, ০২:২২ পিএম

তাসকিন ও শরিফুলের দু রকম শুরু

লঙ্কান প্রিমিয়ার লিগে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম মুখোমুখি হয়েছে। তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স ২ রানে হারায় শরিফুলের ক্যান্ডি ফ্যালকনস।

কলম্বো ১৯৯ রান করেন। তাসকিন ৩ বলে ৭ রান করেন। শরিফুল ৪৩ রানে ২ উইকেট নেন। জবাবে ক্যান্ডি ১৯৭ রান তুলেছে। 

তাসকিন ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। 

Link copied!