নির্বাচনী প্রতীক বরাদ্দ শুরু; এরপরই প্রচারণায় নামবেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:২২ এএম

নির্বাচনী প্রতীক বরাদ্দ শুরু; এরপরই প্রচারণায় নামবেন প্রার্থীরা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার সকালে দেশের সব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করেন রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। 

ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ -ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়ে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। দুজন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক), মো. মনির হোসেন স্বপন (ঈগল) প্রতীক পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামি ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন। 

আরও পড়ুন: নির্বাচনী প্রচারণায় মানতে হবে যেসব নিয়মকানুন

ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামি ঐক্য জোটের আব্দুল কায়ুম ( মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম),  বাংলাদেশ সুপ্রীম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা),  বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

এবারের নির্বাচনে মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ৭৪৭ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। যাচাই-বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে ২৭ রাজনৈতিক দলের মোট ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীর তালিকায় রয়েছেন।

আরও পড়ুন: ভোটের লড়াইয়ে ১৮৯৬ প্রার্থী

প্রতীক বরাদ্দ হওয়ার আগে গতকাল আওয়ামী লীগ ও তার শরীক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়ে ২৬৩ আসনে প্রার্থী দিয়েছে। আওয়ামী লীগ ও শরিক দলের প্রার্থীরা নৌকা এবং জাতীয় পার্টি লাঙল প্রতীকে নির্বাচন করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ ও নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

Link copied!