দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটের লড়াইয়ে ১৮৯৬ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২৩, ০৯:৪৭ পিএম

ভোটের লড়াইয়ে ১৮৯৬ প্রার্থী

১৮শ ৯৬ জন প্রার্থী নির্বাচন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১ হাজার ৮৯৬ জন প্রার্থী নির্বাচন করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। 

রবিবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৭১৬ জন প্রার্থী। রিটার্নিং অফিসের যাচাই-বাচাই শেষে বাতিল হয়েছে ৭৩১ জন। নির্বাচন কমিশনে আপিল ৫৬০টি। আপিল মঞ্জুর হয়েছে ২৮৬টি। নামঞ্জুর হয়েছে ২৭৪টি। আজকে প্রত্যাহার হয়েছে ৩৪৭টি। আরপিও ১৬ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী স্থগিত আছে ৫টি। 

এখন প্রত্যাহার শেষে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা ১৮শ ৯৬টি। 

এবার নির্বাচনে নিবন্ধিত ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বাদ গিয়েছে গণতন্ত্রী পার্টি।

Link copied!