ইউনুসের এই রায় সরকারের রাজনৈতিক কৌশল: ঢাবি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৪, ০৯:৪৪ পিএম

ইউনুসের এই রায় সরকারের রাজনৈতিক কৌশল: ঢাবি সাদা দল

সংগৃহীত ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের রায় বাতিলের দাবিসহ  ইউনুসের রায় সরকারের  ‍‍`রাজনৈতিক কৌশল‍‍` উল্লেখ করে  বিবৃত দিয়েছে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ক্ষমতাসীন সরকার ও সরকারি দলের প্রতিহিংসার শিকার নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাছাড়া চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার এই রাজনৈতিক কৌশল বেছে নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
 

বিবৃতিতে বলা হয়,  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের শ্রম পরিদর্শক কর্তৃক দায়ের করা শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের একটি মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও জরিমানা করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী। কেবল নোবেল পুরস্কার বিজয় নয়, দারিদ্র বিমোচনসহ অর্থনীতির নানা ক্ষেত্রে তাঁর মৌলিক ও সৃজনশীল তত্ত্ব ও কর্মকৌশল বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। তাঁর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে বিশেষ সম্মান লাভ করেছে। কিন্তু পরিতাপের বিষয় যে, তিনি বারবার বর্তমান ক্ষমতাসীন সরকার ও সরকারি দলের প্রতিহিংসার শিকার হয়েছেন। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাঁকে অসম্মান ও অপদস্থ করে বিভিন্ন সময় বক্তব্য রাখছেন। বিভিন্ন অজুহাতে তাঁর গড়া প্রতিষ্ঠানগুলোতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাসহ তুচ্ছ অভিযোগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। 

ইউনুসের পক্ষে আরও বলা হয়, আমরা মনে করি, মামলার এ রায়ে ড. ইউনূস ন্যায় বিচার পাননি। তড়িগড়ি করে দ্রুততম সময়ে ড. ইউনূসকে একটি সাজানো মামলায় রায় প্রদানের মাধ্যমে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ড. ইউনুস ও তার সহকর্মীদের দোষী সাব্যস্ত করা ‍‍`বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবরুদ্ধ দশার প্রতীক‍‍` বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বিবৃতি দিয়েছে, আমরা তাকে যথার্থ বলে মনে করি।

সাদা দলের বিবৃতিতে আরো বলা হয়, অগণতান্ত্রিক ও চরম কর্তৃত্ববাদী বর্তমান সরকার দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে নষ্ট করেছে। বিচার বিভাগও এর ব্যতিক্রম নয়। এর প্রতিফলন আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে দেয়া রায়টিও এর নজির বলে আমরা মনে করি।

Link copied!