ঢাবিতে বিদেশি ভাষা ও সংস্কৃতি বিষয়ক দু‍‍`দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৩, ০৪:৫২ পিএম

ঢাবিতে বিদেশি ভাষা ও সংস্কৃতি বিষয়ক দু‍‍`দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু

শুক্রবার (০৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‍‍`বিদেশি ভাষা ও সংস্কৃতি‍‍` বিষয়ক দু‍‍`দিনব্যাপী এক জাতীয় সম্মেলন ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ। আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজি ভাষা বিভাগের অধ্যাপক ড. শায়লা সুলতানা স্বাগত বক্তব্য দেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই সম্মেলনের সফলতা কামনা করে বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে নানা বিষয়ে শিক্ষা ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ের নতুন ক্ষেত্র উন্মোচিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের সাথে শিক্ষা-গবেষণা, শিল্প-সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্য বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে মাতৃভাষা শিক্ষাকে প্রাধান্য দিয়ে অন্যান্য ভাষা শিখতে হবে। বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে চলতে তিনি বিদেশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

দু‍‍`দিনব্যাপী এই সম্মেলনে ৬০টির বেশি প্রবন্ধ উপস্থাপিত হবে।

Link copied!