নির্বাচনের পরিস্থিতি যাচাইয়ে মাঠে নেমেছে মার্কিন পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৮, ২০২৩, ১০:৫৮ পিএম

নির্বাচনের পরিস্থিতি যাচাইয়ে মাঠে নেমেছে মার্কিন পর্যবেক্ষক দল

রবিবার মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সাথে তাঁরা সাক্ষাৎ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাইয়ে মাঠে নেমেছে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল। এই দলের ১২ সদস্য রবিবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসেন। মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সাথে তাঁরা সাক্ষাৎ করেন।

এরপর বিকেলে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে প্রতিনিধি দলটি বৈঠকে করবে ঢাকার ইইউ কর্মকর্তাদের সাথে। পরে সন্ধ্যায় ওয়েষ্টিন হোটেলে সুশীল সমাজের ব্যক্তিদের সাথে মতবিনিময় করবে।

এ সফরে আগামীকাল সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন তাঁরা। এক সপ্তাহ ঢাকায় অবস্থানকালে পর্যায়ক্রমে সরকারি সংস্থা, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন তাঁরা।

আমেরিকার অর্থায়নে পরিচালিত আইআরআই ও এনডিআই নামক দুটি সংস্থা থেকে যৌথভাবে ঢাকা এসেছে এই প্রতিনিধি দল। ১৩ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে দলটি।

Link copied!