নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২৩, ০২:৪৬ এএম

নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার শাসনকে সমর্থনে ভূমিকার জন্য দেশটির ১০০ কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় বন্ধে এবং বিশিষ্ট একজন খ্রিষ্টান ধর্মযাজককে কারাগারে পাঠানোর ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনে তাদের ভূমিকা জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সহিংস প্রচারণা, অন্যায়ভাবে আটক এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সীমিতকরণে সম্পৃক্ততা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রায়ান নিকোলস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টে বলেন, ‍‍`আমরা নিকারাগুয়ায় বিশপ আলভারেজের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং পদ্ধতিগত দমন-পীড়নের অবসানের আহ্বান জানাচ্ছি।‍‍`

এই মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে নিকারাগুয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

Link copied!