ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৭, ২০২৪, ০৪:১৮ পিএম

ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে গণনা। এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ।

বেশ কয়েকটি স্থানে সহিংসতা ও প্রার্থীদের ভোট বর্জনসহ নানা অভিযোগের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়। বিকেল ৩টা পর্যন্ত ২৭.১৫% ভোট পড়েছিল বলে জানায় নির্বাচন কমিশন।

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট এবং ভোটারদের কেন্দ্রে অবাধে যাতায়াত নিশ্চিত করতে মাঠপর্যায়ে ছিল পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের আট লাখ সদস্য। ভোটগ্রহণের কাজে নিয়োজিত আছেন আরও আট লাখ কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও এক লাখ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ডবাই রয়েছেন। তিন হাজার ম্যাজিস্ট্রেট ও বিচারক মাঠে রয়েছেন। তারা যেকোনো অপরাধে তাৎক্ষণিক শাস্তি দিতে পারবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৫৮২ জন। নির্বাচনে অংশ নিয়েছেন মোট এক হাজার ৮৯৫ প্রার্থী। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৮২ জন।

Link copied!