ঢাকায় কখন, কোথায় ঈদ জামাত

জাতীয় ডেস্ক

জুন ১৬, ২০২৪, ০৯:২৯ পিএম

ঢাকায় কখন, কোথায় ঈদ জামাত

প্রতীকী ছবি

আগামীকাল ১৭ জুন ত্যাগের মহিমায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রতিবারের মতো এবারও সকাল সাড়ে সাতটায় ঈদুল আজার প্রধান জামাত সম্পন্ন হবে জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল আটটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।

অন্যবারের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাতটা, সকাল আটটা, সকাল নয়টা, সকাল ১০টায় ও পৌনে ১১টায় পাঁচটি জামাত সম্পন্ন হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত হবে সকাল সাড়ে আটটায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে সকাল আটটায় ও নয়টায় দুটি জামাত, সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল সাতটায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সকাল আটটায় ও ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল আটটায় জামাত হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে সকাল সাতটায় সম্পন্ন হবে ঈদের জামাত। এছাড়া সকাল আটটায় আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে, সকাল আটটায় মগবাজারের বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনির জামে মসজিদে ঈদের জামাত হবে।

ধানমন্ডির ৩ নম্বর রোডের এনায়েত মসজিদে সকাল সাড়ে সাতটায়, ৭ নম্বর রোডের বাইতুল আমান মসজিদে সকাল আটটায়, ১২/এ রোডের তাকওয়া মসজিদে সকাল আটটায় ও সোবহানবাগ মসজিদে সকাল আটটায় ঈদের জামাত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহে সকাল ছয়টা, সাড়ে সাতটা ও নয়টা- ঈদের মোট তিনটি জামাত হবে।

মিরপুর-১২’র হারুণ মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল সাতটায় নামাজ সম্পন্ন হবে।

বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামিতে (বসুন্ধরা কমপ্লেক্স) সকাল সাতটায়, বসুন্ধরা সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে সোয়া সাতটা, এফ ব্লক জামে মসজিদে সকাল সাড়ে সাতটায়, জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল পৌনে আটটা, কে ব্লকের মদিনাতুল উলুম মাদরাসায় পৌনে সাতটা ও এন ব্লকের ফকিহুল মিল্লাত জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত হবে।

Link copied!