রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে নারী ও শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২৪, ০৯:২৪ এএম

রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে নারী ও শিশুর মৃত্যু

তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তিতে গতকাল দিবাগত রাতে আগুন লাগে। সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার সকালে এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, এ ঘটনায় একজন নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Link copied!