কেনার তালিকায় অতিরিক্ত সচিবের ২৯ বই, জানতেন না জনপ্রশাসন সচিব!

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২২, ১২:৪৮ এএম

কেনার তালিকায় অতিরিক্ত সচিবের ২৯ বই, জানতেন না জনপ্রশাসন সচিব!

সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়তে সাড়ে ৯ কোটি টাকার বই কেনার তালিকায় সরকারি কর্মকর্তাদের প্রাধান্য। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামেরই রয়েছে ২৯ টি বই! এ খবর প্রকাশের পর রীতিমত তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। 

আলী আজম বলছেন, গণমাধ্যমে সংবাদটি আসার পর এটা তিনি জেনেছেন। সেটি পরীক্ষা করা হচ্ছে। প্রমাণ মিললে সে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আগামীকাল সবার সাথে বসে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সচিব এ কথা জানান।

জনপ্রশাসন সচিব জানান, জেলা-উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য সরকার পাঠাগার তৈরির একটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী চার বছরে ছোট ছোট বরাদ্দ দিয়ে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসক অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের অফিসে পাঠাগার গড়ে তোলা হবে। এজন্য ১৪শ’ বইয়ের একটি তালিকা করা হয়েছিল। ওই তালিকায় একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই রয়েছে বলে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। তাই ওই তালিকা পরীক্ষার পর সংশোধন কিংবা বাতিল করা হবে।

তিনি জানান, আমরা দেখবো—যে বইয়ের তালিকা করা হয়েছে, তা গুণগত মানসম্পন্ন কিনা, অথবা একজনের ২৯টি বই মানসম্মত নাও হতে পারে। সব বিষয় পর্যালোচনা করে দেখবো। যে সিদ্ধান্ত আসবে সবাইকে চিঠি দিয়ে জানানো হবে।

জনপ্রশাসন সচিব বলেন, বই কেনার টাকা চার বছরের ভিত্তিতে, প্রতিবছর ছোট ছোট করে বরাদ্দ দেওয়া হবে। প্রতিবছর বরাদ্দে ভিন্নতা থাকে। গত বছরের অর্থছাড় হয়েছে। যেহেতু চার বছরের প্রকল্প, প্রতিবছরই অর্থ বরাদ্দ হবে।

মাঠ পর্যায়ে বই কেনা শুরু হয়েছে কিনা—জানতে চাইলে সচিব বলেন, আমরা এখনও রিপোর্ট পাইনি। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বই কেনা শুরু হয়েছে কি না। বই কিনতে উপজেলা পর্যায়ের জন্য দেড় লাখ, জেলা পর্যায়ে দুই লাখ এবং বিভাগীয় পর্যায়ে তিন লাখ টাকা বরাদ্দ বলে জানান সচিব।

Link copied!