আগামী এক মাস বিএনপি মিথ্যাচার বন্ধ রাখবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২২, ০১:০৩ এএম

আগামী এক মাস বিএনপি মিথ্যাচার বন্ধ রাখবে: তথ্যমন্ত্রী

আগামী এক মাস বিএনপি মিথ্যাচার বন্ধ রাখবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করব, সব মিথ্যা তারা আজই বলে দেবে। আগামী এক মাস অন্তত মিথ্যাচার বন্ধ থাকবে।’

শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, ‘আমি শুনলাম, বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে।’

নিত্যপণ্যের মূল্য নিয়ে বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের বিষয়ে জবাব দিতে গিয়ে হাছান মাহমুদ বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে। এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তাদের নেতারা উদ্ভ্রান্তের মতো কথা বলছেন।’

 

এর আগে শহীদ মিনারের পাদদেশে সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান হাছান মাহমুদ। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে সংস্কৃতিচর্চা, বিশেষ করে কবিতাচর্চা ও আবৃত্তিশিল্পের চর্চা জনপ্রিয় করার ক্ষেত্রে হাসান আরিফের অবদান অসামান্য।

 

Link copied!