বিপদসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি: আরও ১৬ জেলায় বন্যার আশঙ্কা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২২, ০২:৫৬ পিএম

বিপদসীমার ৭ সেমি ওপরে তিস্তার পানি: আরও ১৬ জেলায় বন্যার আশঙ্কা

বাংলাদেশের আরও ১৬টি জেলা বন্যায় আক্রান্ত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-বিডব্লিউডিবি এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূইয়া। তিনি জানিয়েছেন, চলতি মাসের ২২ জুনের মধ্যে নতুন এ জেলাগুলোতে বন্যায় কবলে পড়তে পারে।

যেসব জেলা বন্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে- টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, লালমনিরহাট, ফরিদপুর, রাজবাড়ি, মুন্সীগঞ্জ, শরিয়াতপুর, জামালপুর এবং রংপুর।

বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের জেলাগুলোতে গত কয়েক দিনের বন্যায় প্রায় ৪০ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে।  কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তার বাম তীরের লালমনিরহাটে বন্যা দেখা দিয়েছে। রবিবার (১৯ জুন) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচপ্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৬৭ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) বিপদসীমার ০৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সকাল ৬টায় এ পয়েন্টে পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ব্যারেজ ও নদী তীরবর্তী মানুষ জানান, গত দুই সপ্তাহ থেকে থেমে থেমে ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে গেছে।

পানি বেড়ে যাওয়ার কারণে লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিরিক্ত পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ। ভারতের গজলডোবায় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় উজানের ঢেউ বেড়ে ডালিয়া পয়েন্টে পানি বেড়েছে বলে জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।  

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, সবগুলো জলকপাট খুলে তিস্তার পানি প্রবাহ নিয়ন্ত্রণ করার চেস্টা হচ্ছে। এ পয়েন্টে তিস্তার পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পাউবো।

Link copied!