মিল্টন গ্রেপ্তার: মানবপাচারসহ একাধিক অভিযোগ মামলায় উল্লেখ করা হবে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৪, ০৮:১৩ এএম

মিল্টন গ্রেপ্তার: মানবপাচারসহ একাধিক অভিযোগ মামলায় উল্লেখ করা হবে

জরুরি সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুন আর রশীদ। ছবি: সংগৃহীত

মিরপুর এলাকা থেকে বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তারের পর মিন্টো রোডে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এরপর রাত আটটার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে মিল্টনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর-রশীদ জানান, মিল্টনের বিরুদ্ধে মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ংকর অপকর্মের বহু অভিযোগ আছে। তাকে রিমান্ডে নিয়ে এসব বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া প্রয়োজনে তার স্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে।

আরও পড়ুন: মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

তিনি জানান, মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে। বাবাকে পেটানোর কারণে এলাকাবাসী তাকে এলাকা ছাড়া করে। পরে মিল্টন মিঠু হালদার নামের এক নার্সকে বিয়ে করেন। এরপর চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠা করেন তিনি। স্ত্রীকে দিয়ে প্রতিষ্ঠানটি চালানো শুরু করেন। গণমাধ্যমে এসেছে, তার একটি অপারেশন থিয়েটারের তথ্য, যার কোনো লাইসেন্স নেই।

মিল্টনের বিরুদ্ধে মানবপাচার, অবৈধভাবে মরদেহ দাফন, আয়ের উৎস ও টর্চার সেলসহ ডজনখানেক অভিযোগ আছে। মামলায় এসব বিষয় উল্লেখ করা হবে বলেও জানান ডিবির এই প্রধান।

Link copied!