বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং

ঢাবিকে পেছনে ফেলল ব্র্যাক-নর্থ সাউথ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৪, ০১:৩৬ পিএম

ঢাবিকে পেছনে ফেলল ব্র্যাক-নর্থ সাউথ

ছবি: সংগৃহীত/প্রতীকী

টাইমস হায়ার এডুকেশন‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে’এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পেছনে ফেলেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। তবে এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম আসেনি বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের। সেরার তালিকায় রয়েছে ভারতের ৪০টি , পাকিস্তানের ১২টি এবং মালয়েশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয়।

বুধবার (১ মে) এ তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

এশিয়ার ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই র্যাংকিং করা হয়েছে। র্যাংকিংয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমে রয়েছে চীনের জিংহুয়া ইউনিভার্সিটি, দ্বিতীয় চীনের পিকিং ইউনিভার্সিটি, তৃতীয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, চতুর্থ সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং পঞ্চম জাপানের ইউনিভার্সিটি অব টোকিও।

সেরা দশের মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব হংকং, চীনের সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি, ফুদান ইউনিভার্সিটি, শেজিয়াং ইউনিভার্সিটি এবং হংকংয়ের দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং।

অন্যদিকে, তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ৪০১-৫০০ এর মধ্যে। এছাড়া তালিকায় ৩০১-৩৫০ এর মধ্যে স্থান করে নিয়ে যৌথভাবে দেশসেরা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ৪০১-৫০০ এর মধ্যে অবস্থান করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ৫০১-৬০০ এর মধ্যে অবস্থান করছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বছর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পায়। যা গতবার ছিল ১৫টি।

এছাড়া তালিকায় আরও ১২টি বিশ্ববিদ্যালয়ের স্থান পেলেও তাদের র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়নি। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

Link copied!