আরও ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

মে ১১, ২০২২, ০৯:৩৫ এএম

আরও ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

গোডাউনে মজুদ করে রাখা আরও সাড়ে ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালিয়ে তেল জব্দসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশের অভিযানে সেখানে পাঁচটি গোডাউনে ৪৫৪ ড্রামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

এর মধ্যে সরকার এন্ড সন্সের গোডাউনে ৭৪ ড্রাম এবং তার গোডাউনের সামনে দাঁড়ানো ট্রাকে ৬০ ড্রাম, এন্তাজ স্টোরের গুদামে ১৪২ ড্রাম, মেসার্স পাল এন্ড ব্রাদার্সের গুদামে ১০৩ ড্রাম ও রিয়া স্টোরের গোডাউনে ৭৫ ড্রাম তেল জব্দ করা হয়।

রাজশাহী জেলা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “প্রতি ড্রামে রয়েছে ২০৪ লিটার তেল। সবাই তেলগুলো মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মজুদদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলেও জানায় পুলিশ।

প্রসঙ্গত, গত সোমবারও জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের দুইটি গোডাউনে অভিযান চালিয়ে ২৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করে জেলা পুলিশ।

এ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!