আরব আমিরাতের সঙ্গে ‘যৌথ বাণিজ্যিক’ কার্যক্রম পরিচালিত হবে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৪:০৫ পিএম

আরব আমিরাতের সঙ্গে ‘যৌথ বাণিজ্যিক’ কার্যক্রম পরিচালিত হবে: প্রধানমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে কাজ করবে বাংলাদেশ। এজন্য যৌথ বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে।”

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা খালিজ টাইমসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, “অর্থনৈতিক সক্ষমতার কারণে বাংলাদেশ এই সাফল্য অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অনুসারে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছি আমরা। দেশের মানুষকে দারিদ্রের কবল থেকে মুক্ত করার চেষ্টা করেছি। ভিশন ২০২১ এবং ২০৪১, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, ডেল্টা পরিকল্পনা, ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ ইত্যাদির মতো অভিনব নীতিগুলো বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে চলেছি।”

তিনি বলেন, “করোনা মহামারীতে আমরা দেশের মানুষকে ব্যাপক সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পেরেছি। সব বয়সীদের জন্য টিকার ব্যবস্থা করেছি। করোনাকালে কর্মসংস্থানের যোগান দিতে আমরা আইসিটি খাতকে শক্তিশালী করেছি। ভিশন ২০৩০ এর প্রতিশ্রতি পালন করে যাচ্ছি। করোনার কারণে যারা হতদরিদ্র হয়েছেন, সরকার তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে।”

শেখ হাসিনা বলেন, “পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩, মেট্রোরেল ইত্যাদির মতো বাংলাদেশে নির্মাণাধীন বর্তমান মেগা প্রকল্পগুলো শীঘ্রই শেষ হবে। এই মেগা প্রকল্পগুলো বাংলাদেশের বাণিজ্যিক সমৃদ্ধি বাড়াবে।”

আরও পড়ুন:

আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Link copied!