বাংলাদেশে বিজ্ঞাপন সুবিধা নিয়ে এলো টিকটক

অর্থ-বাণিজ্য ডেস্ক

মে ২১, ২০২৪, ১১:২১ এএম

বাংলাদেশে বিজ্ঞাপন সুবিধা নিয়ে এলো টিকটক

প্রতীকী ছবি

সম্প্রতি বাংলাদেশে বিজ্ঞাপন সুবিধা চালু করেছে টিকটক। ব্যবসা প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের সহজে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিতে টিকটকের সেলস পার্টনার হিসেবে নির্বাচিত করা হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল)।

গত ৯ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও টিকটকের ব্যবহারকারী বাড়ছে। বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীদের কাছে সহজে প্রচারণা চালানোর সুযোগ দিতে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে এ চুক্তি করা হয়েছে।

এই স্ট্রাটেজিক পার্টনারশিপের ফলে দেশের ব্র্যান্ড এবং ব্যবসাগুলো তাদের বিজ্ঞাপনের জন্য টিকটক প্ল্যাটফর্মের ইউজারদের সঙ্গে যুক্ত হতে পারবে।

বিশ্বের শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। বর্তমানে বিশ্বে টিকটক ব্যবহারকারীর সংখ্যা  ১০০ কোটির বেশি। বাংলাদেশেও খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে টিকটক। বিনোদনের জন্য, নতুন কিছু শেখার জন্য,অথবা স্মৃতিপূর্ণ কোন কনটেন্ট তৈরি করার উদ্দেশ্যে টিকটক ব্যবহার করলেও অনেকে এখন নিজের পণ্য টিকটকের মাধ্যমে বিশ্বের কাছে উপস্থাপন করে থাকেন।

অ্যালেফ প্রতিষ্ঠানের পার্টনার ও চিফ অপারেটিং অফিসার ইগ্নাশিও ভিদাগিউরেন বলেন, “বাংলাদেশের বিজ্ঞাপনদাতা, এজেন্সি ও ছোট-মাঝারি সব প্রতিষ্ঠান টিকটক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করাই বিপণন পার্টনারশিপের উদ্দেশ্য। মূল লক্ষ্য ‘সবার জন্য ডিজিটাল বিজ্ঞাপন’ এবং তা শুধু শিক্ষা, তথ্য ও স্থানীয়দের সহায়তার ভিত্তিতেই সম্ভব।”

এ বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের টিকটক গ্লোবাল বিজনেস সল্যুশন বিভাগের পার্টনারশিপ ম্যানেজার ফাইজা জাফর জানান, “টিকটকের সেলস পার্টনার হিসেবে অ্যালেফকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া সময়োপযোগী। বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহারের সুযোগ পাবেন। পরিসেবাটি দ্রুততর হওয়ায় তা সবার জন্যই সুবিধাজনক হবে, যা অন্যসব প্ল্যাটফর্মে এখনও নেই।”

Link copied!