আরো দুই দিন তাপদাহ, মার্চের শেষে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৩, ২০২১, ০৬:৪৮ পিএম

আরো দুই দিন তাপদাহ, মার্চের শেষে কালবৈশাখী

টানা তৃতীয় দিনের মতো আজও দেশের ১০টির বেশি অঞ্চলের ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। আগামী দু’দিন অর্থাৎ ২৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তাপদাহের এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ২৫ মার্চের পর থেকে তাপমাত্রা আংশিক কমতে পারে। এছাড়া ২৭, ২৮ ও ২৯ মার্চ সারাদেশে বৃষ্টিসহ কালবৈশাখীর ঝড় হওয়ারও সম্ভাবনাও রয়েছে।

সোমবার সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত রবিবার থেকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ ও অন্য বিভাগের বেশ কিছু অঞ্চলে মৌসুমের প্রথম মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন আবহাওয়া চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত চলতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘চলমান তাপপ্রবাহ ২৫ মার্চ পযন্ত দেশের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকতে পারে। ২৬ মার্চ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। তারপর ধীরে ধীরে তাপ কমবে। বিশেষ করে ২৭, ২৮, ২৯ মার্চ ভালো বৃষ্টি হতে পারে। এসময়ে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে। সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বেড়ে গেছে, এ জন্য কালবৈশাখী হওয়ার সম্ভাবনা।’

Link copied!