ইন্টারপোল জেল থেকে বের হয়ে লাইভে আরাভ; আমি নির্দোষ তাই আমাকে ছেড়ে দিয়েছে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২৩, ০৬:৪০ পিএম

ইন্টারপোল জেল থেকে বের হয়ে লাইভে আরাভ; আমি নির্দোষ তাই আমাকে ছেড়ে দিয়েছে

পুলিশ হত্যার আসামি ইন্টারপোলের রেড অ্যালার্ট ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলাম এত দিন জেলে ছিলেন বলে ফেসবুকে লাইভে এসে নিজেই সে কথা জানালেন সবাইকে।

৩ মে রাতে ২৩ মিনিটের একটি লাইভ তিনি তাঁর ফেসবুক পেইজে শেয়ার করেছেন।

সেখানে তিনি বলেন, আমি এক মাস সাত দিন পর জেল থেকে বের হয়েছি। ইন্টারপোল থেকে আমাকে কল করা হয়েছিল।তাই আমি ইন্টারপোলে গিয়েছিলাম। সেখানে আমার মতো আরও ৭৮ জন মানুষ ছিল আমি জানি না তারা কে কি ধরনের অপরাধ করেছে তবে আমি তাদের আসামী বা অপরাধী মনে করি না। কারণ আমি যেমন কোনো অন্যায় করিনি শুধু সেই হত্যাকাণ্ডের সময় কোনো অপরাধ করিনি তবে হত্যাকাণ্ড যেখানে হয়েছে সেটি আমার অফিস ছিল তাই আমার এখানে সরাসরি কোনো হাত নেই তারা এ সকল যাচাই বাছাই করে আমাকে ছেড়ে দিয়েছে।

ঠিক এমন করে হয়তো অন্য নিরাপদ আসামিও সেখানে আছে। তবে ইন্টারপোলে গিয়ে আমি অনেক বড়ও বড়ও মাফিয়া আর গডফাদারদের সাথে পরিচিত হতে পেরেছি। আমার ব্যবসায়িক অনেক ক্ষতি হয়েছে।

তবে গত ২ মে ফেসবুকে এসে আমার দোকান খোলার ঘোষণা দেওয়া মাত্র আমার দোকানে একশ থেকে দুইশো কাস্টমার এসেছে। আমি আমার ব্যবসায়িক ক্ষতি কাটায়া উঠতে পারব।

এ বিষয়ে আরাভ খানের সাথে মুঠোফোনে দ্য রিপোর্ট ডট লাইভ কথা বললে তিনি জানান, আমি ইন্টারপোলের জেলে ছিলাম। বাংলাদেশ পুলিশ আমাকে ১০ থেকে ১২ বার সে সময় নোটিশ পাঠিয়েছে তবে ইন্টারপোলের তত্ত্বাবধানে ছিলাম। তারা যাচাই বাছাই করেছে, তদন্ত করেছে আমাকে নির্দোষ পেয়েছে। আমার কোনো অন্যায় পায়নি তাই আমাকে বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেয় নাই আমাকে ছেড়ে দিয়েছে।

Link copied!