চুয়াডাঙ্গায় ১০ বছর পর ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্পর্শ করেছে। সেই সঙ্গে ওই জেলায় অতি তীব্র দাবদাহ অব্যাহত আছে। হাঁসফাঁস করছে জেলাবাসী। প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছেন না কেউই।
সোমবার (২৯ এপ্রিল) বেলা তিনটার সময় চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা।
তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়ে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘তাপমাত্রা বাড়তে পারে। কয়েক দিনের ভেতর বৃষ্টি না হলেও তাপমাত্রা কিছুটা কমবে। এখন অতি তীব্র তাপদাহ চলছে। এর আগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ২ ডিগ্রি।