ফেসবুক স্টোরিতে লালনের গান: মুচলেকা দিয়ে মুক্তি পেলেন যুবক

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৪, ০৬:৪৫ পিএম

ফেসবুক স্টোরিতে লালনের গান: মুচলেকা দিয়ে মুক্তি পেলেন যুবক

মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন ফেসবুক স্টোরিতে লালনগীতির দুই পঙ্কতি লেখার দায়ে পুলিশের হাতে আটক হওয়া সঞ্জয় রক্ষিত (৪০)।

শরীয়তপুরের ভেদরগঞ্জের মহিষার ইউনিয়নের বাসিন্দা। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তাকে আটক করা হয়। পেশায় তিনি স্বর্ণকার।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তাকে আদালতে হাজির করা হলে শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাকে জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন।

এ ঘটনায় মামলা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ফেসবুক স্টোরিকে সঞ্জয় রক্ষিতকে ভেদরগঞ্জ থানা পুলিশ রোববার ফৌজদারি কার্যবিধির ৫৪ (১) ধারায় আটক করে। পরে ৫০ টাকার অঙ্গীকারনামায় তিনি সই করেন যে, ভবিষ্যতে তিনি এমন কোনো কাজ করবেন না যেন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’

Link copied!