‘ফ্রান্সে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা শুরু হওয়া উচিত’

ডয়চে ভেলে

এপ্রিল ২৯, ২০২৪, ০৫:১৯ পিএম

‘ফ্রান্সে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা শুরু হওয়া উচিত’

এমানুয়েল মাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, ইউরোপের নিরাপত্তার জন্য তিনি ফ্রান্সের পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা শুরুর পক্ষে৷ তার এমন বক্তব্যের সমালোচনা করেছেন দেশটির কয়েকজন বিরোধী রাজনীতিক৷

রবিবার মাক্রোঁ বলেন, ফ্রান্স ‘ইউরোপের নিরাপত্তায় আরও অবদান রাখতে’ প্রস্তুত৷

ফ্রান্সের কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ফ্রান্সের পরমাণু অস্ত্র একটি একক ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে৷

এখন পর্যন্ত, ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্বার্থ হুমকির মুখে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা আছে৷ কিন্তু মাক্রোঁ বলছেন, এই শর্তকে ‘ইউরোপীয় মাত্রা‍‍` দেওয়ার বিষয়ে আলোচনায় তিনি আগ্রহী৷

তিনি বলেন, সব সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে৷ এরপর ‘দেখা যেতে পারে যে, কোন বিষয়টি আসলেই আমাদের রক্ষা করতে পারবে,’ আঞ্চলিক গণমাধ্যম গ্রুপ ইবিআরএকে বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সই একমাত্র ইইউ সদস্যরাষ্ট্র যার পরমাণু অস্ত্র আছে।

Link copied!