ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ ১৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২২, ১০:৪৫ পিএম

ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ ১৮ এপ্রিল

এবার ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য আগামী ১৮ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচন ভবনের সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ৩০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে এই সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশন।

এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজ, ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদকও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তিন ধাপে সংলাপ করে ইসি।

প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সম্পাদকদের সঙ্গে ৬ এপ্রিল সংলাপে বসেছিল নির্বাচন কমিশন (ইসি)।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপে আয়োজন করে। এর আগে, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দু’দফায় সংলাপ করেছে ইসি।আমন্ত্রিতরা ইসির সঙ্গে বৈঠকে বসে ইলেকট্রনিক ভোটিং মেশিনের সীমিত ব্যবহার, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের অধীন আনা, দলগুলোর আস্থা অর্জনসহ একগুচ্ছ প্রস্তাব দেন।

Link copied!