ঈদের দিনে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩৫

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২২, ২০২৩, ১০:৩৩ পিএম

ঈদের দিনে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩৫

ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়ে ঈদগাহ ময়দানে কথাকাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন আরও ৩৫ জন।

শনিবার সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে এ ঘটনা ঘটে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু সংঘর্ষ ও নিহতের বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন। নিহত নজরুল ইসলাম (৩৮) জিনারি ইউনিয়নের বীরকাটিহারি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান,  আগের বিরোধের জেরে শনিবার সকালে  উপজেলার বীরকাটিহারি মোড়লবাড়ী এলাকার ঈদগাহে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে দু'পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়লে একজন ঘটনাস্থলেই মারা যায়। দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জনের মতো আহত হয়েছেন।

হোসেনপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো গণমাধ্যমকে বলেন,  সংঘর্ষের পর আহত ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ও দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!