এক কক্সবাজারে আটকা পড়েছেন ‘৩০ হাজার’ পর্যটক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৭, ২০২১, ১০:০৭ পিএম

এক কক্সবাজারে আটকা পড়েছেন ‘৩০ হাজার’ পর্যটক

পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল না করায় কক্সবাজারে বেড়াতে গিয়ে দুর্ভোগে পড়েছেন ৩০ হাজারেরও বেশি পর্যটক। শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিকে সামনে রেখে অনেকে বৃহস্পতিবার ছুটি নিয়ে তিনদিনের জন্য কক্সবাজার গিয়েছিলেন লাখো পর্যটক।

যাওয়া নিয়ে কোন সমস্যা না হলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে ফিরতে গিয়ে। শুক্রবার (০৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটই এই ভোগান্তির কারণ।  

তবে, দুর্ভোগে পড়া পর্যটকদের জন্য হোটেল-মোটেল মালিক সমিতি ৩০ শতাংশ ছাড় দিয়েছে। কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আবার অনেক পর্যটক প্লেনে কিংবা ছোট যানবাহনে বেশি ভাড়া গুণে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেছেন।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সিকদার বলেন, ‘কক্সবাজারে কোনও পর্যটক আটকা পড়েননি। তবে দুর্ভোগে পড়েছেন। দুর্ভোগে পড়া পর্যটকদের জন্য হোটেল কর্তৃপক্ষ রুম বুকিংয়ে ৩০ শতাংশ ছাড় দিয়েছে। গত দুই দিনে বেশিরভাগ পর্যটক আকাশ পথ ও বিভিন্ন ছোট যানবাহনে করে গন্তব্যে পৌঁছেছেন। এখনও যেতে পারেননি এমন পর্যটকের সংখ্যা ৩০ হাজারের বেশি হতে পারে।

কক্সবাজার থানার ভারপ্রাপ্ত ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘যেসব পর্যটক কক্সবাজারে বেড়াতে এসে দুর্ভোগে পড়েছেন, তাদেরকে জেলা পুলিশের নিজস্ব পরিবহনে বিনা খরচে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। এ জন্য যারা ফিরতে ইচ্ছুক তাদের কক্সবাজার পুলিশ লাইন্সে এসে যোগাযোগের অনুরোধ করা হয়েছে’।

Link copied!