এক যুগ ধরে বিএনপির ঈদ নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মে ১৫, ২০২১, ১২:৩৪ এএম

এক যুগ ধরে বিএনপির ঈদ নেই: ফখরুল

গত এক যুগ ধরে বিএনপির কোনো ঈদ আনন্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৪ মে) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সবাই জানেন- আজকে ঈদুল ফিতর পালিত হচ্ছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে। একদিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। এই দুই দানবের হাত থেকে এই দেশ যেন রক্ষা পায় আজ সেই দোয়া আমরা করেছি।’

‘যারা আসামি হন, তাদের পরিবারে কখনো ঈদ আসে না’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ঈদ বলতে যেটা বোঝায়, সেটা গত এক যুগ ধরে আমাদের নেই। কারণ, মিথ্যা মামলা, আমাদের নেতাকর্মীকে হত্যা করা, কমপক্ষে ৩৫ লাখ নেতাকর্মীকে আসামি করার মধ্য দিয়ে ঈদের যে সত্যিকারের আনন্দ সেটা কেড়ে নেওয়া হয়েছে। আর এই সরকারের নির্মম অত্যাচার তো বর্ণনাতীত। এই অবস্থার মধ্যে কখনো ঈদের আনন্দ উপভোগ করা যায় না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই দোয়া করেছি যে, দেশে যে ফ্যাসিস্ট সরকার, কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার থেকে যেন আমরা মুক্ত হতে পারি, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করতে পারি।’

Link copied!