একদিনে সর্বোচ্চ ৩৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৩, ২০২১, ০১:১২ এএম

একদিনে সর্বোচ্চ ৩৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

করোনা সংক্রমণের পড়তি হারের মধ্যে ক্রমান্বয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও ৩৩০ জন। যা  চলতিবছরে একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত।  এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩ জন। এ নিয়ে এবছরে সর্বমোট ৪৮ জন মারা গেছেন

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৮৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ জন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৬২ জন। এর মধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ১৩১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৩১ জন।

প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যানুসারে, গত ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৯৮১ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে নয় হাজার ৬৬৮ জন রোগী।

 

Link copied!