কাঁচা মরিচের দাম কেন বাড়ল, তা কৃষি মন্ত্রণালয় জানে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২, ২০২৩, ০৪:৪৫ এএম

কাঁচা মরিচের দাম কেন বাড়ল, তা কৃষি মন্ত্রণালয় জানে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচা মরিচ কৃষিজাত পণ্য, এর দাম কেন বেড়েছে, তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এর উৎপাদন কতটুকু তা কৃষি মন্ত্রণালয় জানে। 

শনিবার (১ জুলাই) বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র‌্যালির আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, কাঁচামরিচের দাম কেন বাড়লো, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এটুকু বলতে পারি সরকার কাঁচামরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেট বলতে কিছু নেই। আমরা মনে করি, সাপ্লাই ও ডিমান্ডের ওপর অনেক কিছু নির্ভর করে। আমদানি পণ্য ব্যবসায়ীরা স্টক করে রাখেন। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে নিয়ন্ত্রণ করতে। এছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লেও আমাদের দেশে বাড়ে।

কোরবানির চামড়ার দামের প্রসঙ্গে টিপু মুনশি বলেন, বারবার বলা হয়েছিল, কাঁচা চামড়াতে লবণ দিতে হবে। লবণ দিলে তাৎক্ষনিক দাম না পেলেও আরও ৭ দিন চামড়া হাতে রাখতে পারতো। তবে কেউ কেউ সেই কথা শোনেনি। লবণ না দেওয়ার কারণে চামড়া ঢাকায় নিয়ে যাচ্ছে। লবণ দিলে অন্তত ৮ দিন পর্যন্ত চামড়া ভালো থাকতো, তখন ব্যবসায়ীরা ভালো দাম পেত। লবণ না দেওয়ার জন্য দাম পড়ে গেছে। এটি গণমাধ্যমকেও বলা হয়েছিল, আপনারা প্রচার করেন, যেন সবাই চামড়াতে লবণ দেয়।

রোটারি ক্লাবের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব বাংলাদেশের গভর্নর আশরাফুজ্জামান নান্নু, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীসহ অনেকে।

Link copied!