কারও গাফিলতি থাকলে ছাড় দেয়া হবে না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২২, ০১:০৯ এএম

কারও গাফিলতি থাকলে ছাড় দেয়া হবে না : শিক্ষামন্ত্রী

উপাচার্য থাকবেন কি থাকবেন না, এটার মাধ্যমে সমস্যা সমাধান হবে না। আমরা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে চেষ্টা করব। শিক্ষার্থীদের যে সমস্যা ও সুযোগ বঞ্চিত করাতে যারই গাফলতি পাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সে যেই হোক না কেন। বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এভাবেই ব্রিফ করলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মামলা তুলে নেওয়ার ব্যবস্থা

আন্দোলনে অর্থায়নের অভিযোগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার আভাস দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমরা সমস্যা সমাধানে সামনের দিকে এগুতে চাই। তাই অতীতে যা কিছু হয়েছে তা ভুলে যেতে চাই।

Link copied!