কাল ও পরশু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৫, ২০২২, ০৩:২৪ এএম

কাল ও পরশু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে

আগামী বুধবার পর্যন্ত দেশের প্রায় প্রতিটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে তাপমাত্রা আরও কমে গিয়ে বাড়বে শীতের তীব্রতা।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি কেটে গেলে আসছে বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।  তখন দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসতে পারে শীত।

সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রয়েছে। যার কারণে তাপমাত্রা কমে শীত কিছুটা বেড়ে গেছে বলেও পূর্বাভাসে বলা হয়।

আবহাওয়ার  পূর্বাভাসে আরও বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকা ও কুমারখালীতে। এ ছাড়া রংপুর, রাজারহাট, সিলেট, কক্সবাজার ও টাঙ্গাইলে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়।

Link copied!