কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষকসহ গ্রেপ্তার আরও ৩

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২২, ০৭:৪১ পিএম

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষকসহ গ্রেপ্তার আরও ৩

কুড়িগ্রামে প্রশ্নফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক হামিদুর রহমান, সোহেল আল মামুন ও পিয়ন মো. সুজন। এর মধ্যে হামিদুর রহমান ও সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার থানায় নিয়েছিল পুলিশ।

এর আগে একই ঘটনায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুর রহমান ওরফে রাসেল ও জোবাইর হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আদম মালিক চৌধুরী বাদী হয়ে মামলা করেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Link copied!