বৃষ্টি থাকতে পারে ১১-১২ মে পর্যন্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২৪, ০৬:০৮ পিএম

বৃষ্টি থাকতে পারে ১১-১২ মে পর্যন্ত

রাজধানীর শ্যামলীতে বৃষ্টি। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

অঝোরে নেমেছে বৃষ্টি। সেই বৃষ্টিতে ধুয়ে গেল বৈশাখের রুদ্ররূপ। রোববার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীতে বজ্রসহ এই বৃষ্টি নামে। বৃষ্টি চলাকালীন রাত পৌনে ১১টার দিকে এই বৃষ্টি আগামী ১১-১২ মে পর্যন্ত থাকতে পারে বলে দ্য রিপোর্ট ডট লাইভকে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।

আরও পড়ুন: অঝোরে নামল বৃষ্টি, ধুয়ে গেল বৈশাখের রুদ্ররূপ

তীব্র দাবদাহের পর বৃষ্টি নামায় উৎফুল্ল অনেকেই। অনুভূতি প্রকাশ করে শ্যামলীতে পোশাক বিক্রেতা মো. সোহান খান বলেন, “এই বৃষ্টি আসার কারণে আমি অনেক খুশি। বৃষ্টির দরকার ছিল। গরমে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম।”

আরেক বিক্রেতা মো. আরাফাত খান মাহি বলেন, “বৃষ্টিতে আমার খুব ভিজতে ইচ্ছা করছে। অনেক দিন পর এই বৃষ্টি এসেছে। আমার অনেক ভালো লাগছে।” একই সুরে বিক্রেতা মো. নোমান বলেন, “আমার খুব খুশি খুশি লাগছে। ইচ্ছা করছে, এই বৃষ্টিতে ভিজি।”

শ্যামলীতে একটি জুসের দোকানের বিক্রেতা মেহেদী হাসান মিরাজ বলেন, “অনেক দিন পর বৃষ্টি। তাই অনেক ভালো লাগছে। গরমের পর এই বৃষ্টি প্রশান্তি এনে দিয়েছে।”

এর আগে আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। সন্ধ্যায় দ্য রিপোর্ট ডট লাইভকে তিনি বলেন, “আগামী ৭১ ঘণ্টার মধ্যেই কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য আবহাওয়া অফিস সতর্কতা জারি করেছে।”

একই দিন দুপুরে এই আবহাওয়াবিদ বলেছিলেন, “সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা আছে।” এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাতের যেকোনো সময় বৃষ্টির সম্ভাবনা আছে।”

Link copied!