চুরি-দুর্নীতি-পুলিশি হয়রানি কোনো ব্যাপারে জবাবদিহিতা নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২২, ০৭:৫০ পিএম

চুরি-দুর্নীতি-পুলিশি হয়রানি কোনো ব্যাপারে জবাবদিহিতা নেই: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ব্যর্থ সরকার রাষ্ট্রকে ব্যর্থ করেছে। সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে কোথাও কোনো জবাবদিহিতা নেই। হয়রানি করলেও পুলিশকে জবাবদিহি করতে হয় না। চুরি-দুর্নীতি করে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না। এতগুলো দুর্নীতির ঘটনা প্রকাশ পেল, পত্র-পত্রিকায় উঠে এলো, আমরা বললাম; সেগুলোর কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারেনি কারণ তারাই জড়িত, সরাসরি জড়িত।”

আজ বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ার পারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের মধ্যে তারেক রহমানের ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা বহুবার বলেছি, গুম হয়ে যাওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা কথা বলেছে-আন্দোলন করেছে। অনেকে সুদূর জেনেভায় পর্যন্ত গেছে হিউম্যান রাইটস কমিশনে। কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক সেভাবে কার্যকারী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। তবে এটা যে বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে তার প্রমাণ হচ্ছে র‌্যাবকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া।”

তিনি বলেন, “দেশে যে কোনো বিচার নেই, সম্পূর্ণভাবে রাজনীতিকরণ হয়েছে সেটার প্রমাণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাগারে পাঠানো ও সাজা দেওয়া সম্পূর্ণভাবে রাজনৈতিক বলে উল্লেখ করা। আজকে এটা প্রমাণিত সত্য বাংলাদেশ গণতন্ত্র নেই। একটা এক নায়কতন্ত্র চলছে এবং একটি অবৈধ সরকার জবর দখল করে ক্ষমতায় বসে আছে। গুম-খুন করে, নির্যাতন করে, মানুষকে কারাগারে পাঠিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদের ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।”

Link copied!