কোরবানির গরুর চামড়ার দাম বাড়লো, অপরিবর্তিত খাসি-বকরির

নিজস্ব প্রতিবেদক

জুন ২৫, ২০২৩, ০৭:২৮ পিএম

কোরবানির গরুর চামড়ার দাম বাড়লো, অপরিবর্তিত খাসি-বকরির

সংগৃহীত ছবি

আসছে ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এতে আগের বছরের চেয়ে এবার গরুর চামড়ার দাম বৃদ্ধি পেয়েছে। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী এই দাম ঘোষণা  করেন।

এবার রাজধানীতে প্রতি বর্গফুট লবনযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা।  খাসি ও বকরীর দাম প্রতি বর্গফুট যথাক্রমে ১৮-২০ ও ১২-১৪ টাকা। এহিসেবে গত বছরের তুলনায় গরুর চামড়ার দাম বাড়লেও খাসি-বকরির চামড়ার দাম অপরিবর্তিত আছে।

২০২২ সালে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়।

এরও আগের বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকাঅ আর ঢাকার বাইরে ছিল ৩৩ থেকে ৩৭ টাকা। একই সময় খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ১৫- ১৭ টাকা এবং বকরির চামড়ার দাম ছিল ১২-১৪ টাকা।

সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, “গত বছর ভাল ফল পেয়েছিলাম। এবার সমস্যা হলো তীব্র গরম। তাই সিদ্ধান্ত হাটের কাছেই যেন লবন পাওয়া যায়।” এবার কেউ লবণ স্টক করে অহেতুক দাম বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারিও দেন মন্ত্রী।

Link copied!