গুরুতর অসুস্থ ডেপুটি স্পিকারকে ভারতে নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২১, ০৬:০৯ পিএম

গুরুতর অসুস্থ ডেপুটি স্পিকারকে ভারতে নেওয়া হচ্ছে

উন্নত চিকিৎসার জন্য গুরুতর অসুস্থ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়াকে ভারতে নেওয়া হচ্ছে। সম্প্রতি অপারেশন করে প্রায় চার কেজি ওজনের টিউমার অপসারণের পর ডেপুটি স্পিকারের অবস্থার অবনতি হয়। দুই মাস ধরে দেশে চিকিৎসা চলছিল ডেপুটি স্পিকারের। ডেপুটি স্পিকারের পারিবারিক সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পরিবার সূত্রে জানা যায়, গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্যকে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে বেনাপোল নেয়া হবে। পরে সীমান্ত পার করে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু (দমদম) বিমানবন্দর হয়ে উড়োজাহাজে মুম্বাই যাওয়ার কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তার সঙ্গে দুই মেয়ে ও এক জামাতা যাচ্ছেন।

পরিবার সূত্রে সূত্রে আরও জানা নায়, ডেপুটি স্পিকারের অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরামর্শ নেওয়া হয়। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেও করোনা পরিস্থিতির কারণে বিমান যোগাযোগ বন্ধ থাকায় সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে, সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, গত জুন মাসে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার পেটে টিউমার অপারেশন হয়। রাজধানীর ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতালে ওই অপারেশন হয়। অপারেশনের মাধ্যমে তার পেট থেকে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়।এরপর থেকেই ডেপুটি স্পিকার পুরোপুরি সুস্থ হতে পারেননি বরং বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।রাজধানীর বিভিন্ন হাসপাতালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও ডাক্তাররা ডেপুটি স্পিকারের রোগ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। পরে ল্যাবএইড হাসপাতালের মেডিকেল বোর্ড ভারতীয় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বিদেশে পাঠানোর  বিষয়ে মত দেন।  

Link copied!