ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যানবাহনের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৮, ২০২৩, ০৬:৪২ এএম

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যানবাহনের যাত্রীরা

দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রাও এখন কমছে। এ ধারা আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশাও পড়ছে। এতে রাত ও ভোরবেলায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

ঘন কুয়াশার কারণে শবিবার দিবাগত রাতে আবারও পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলছেন, নৌপথে দুর্ঘটনা এড়াতে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

খালেদ নেওয়াজ আরও জানান, যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে আটকা পড়েছে ফেরি শাহ পরান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মখদুম ও হাসনাহেনা। মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে রয়েছে ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত, রজনীগন্ধা এবং রাজবাড়ির দৌলতদিয়া ঘাট প্রান্তে রয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ জালাল, বনলতা ও ফেরি ফরিদপুর।

বিআইডব্লিউটিসির কর্মকর্তা আরও বলেন, ‘রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহন নিয়ে যমুনা নদীর মাঝখানে আটকা পড়েছে ফেরি বেগম সুফিয়া কামাল ও শাহ আলী। অন্য ফেরিগুলো মানিকগঞ্জের আরিচা ঘাট এবং পাবনার কাজিরহাট ঘাটে রয়েছে।’

ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট, আরিচা ফেরিঘাট, পাবনার কাজিরহাট ফেরিঘাটে এবং রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটসহ পদ্মানদীর মাঝখানে আটকা পড়া ফেরির যানবাহনের যাত্রী, চালক ও সহযোগীরা।

Link copied!