ঘুম থেকে উঠেই বিএনপি নেতারা মার্কিন দূতাবাসে যান: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২৩, ১২:৪৯ এএম

ঘুম থেকে উঠেই বিএনপি নেতারা মার্কিন দূতাবাসে যান: ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠেই বিদেশি দূতাবাসে নালিশ করতে যান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল লাইন-৬ বিষয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আওয়াম লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির নেতারা সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে যান নালিশ করতে। জাতিসংঘে গিয়ে মহাসচিবের সঙ্গে কথা বলতে না পেরে তৃতীয় সারির লোকেদের সঙ্গে কথা বলে এসেছেন মির্জা ফখরুল। অন্যদিকে আওয়ামী লীগ দাওয়াত পেয়েই দূতাবাসে যায়। দেশের বিরুদ্ধে নালিশ করব, এ রাজনীতি আমরা করি না।”

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে খুব শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর ওই বৈঠকে নরেন্দ্র মোদি বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে বিভিন্ন ইস্যুতে কথা বলবেন। এরই পরিপ্রেক্ষিতে বহুল আলোচিত ওই বৈঠকের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে কিনা-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল  কাদের বলেন, “ আমরা কারও দিকে তাকিয়ে নেই। আমরা তাকিয়ে আছি বাংলাদেশের জনগণের দিকে। বিদেশি শক্তি বন্ধু হতে পারে, কিন্তু নির্বাচনে জয়ী করতে পারে না।”

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “তারা উন্নয়ন সহযোগী হতে পারে। ক্ষমতায় বসাবে, এমন উদ্ভট চিন্তা করি না।”

বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি এত কথা বলে। বিএনপি নেতারা কি জানেন, তাদের দলের অনেকে নির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত আছে। বিএনপি অংশ নেবে না বলে অন্যরা বয়কট করবে—এ কথা মনে করলে তারা বোকার স্বর্গে বাস করছে।”

Link copied!